লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত শনিবার পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য খৎনা ক্যাম্প, ডিজিটাল হাসপাতাল ও ক্যান্সার সচেতনতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-৪ এর জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য এমজেএফ। সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন শুভ নাজ জিনিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন গোলাম মহিউদ্দিন, রিজিওন চেয়ারপার্সন লায়ন রুপক কুমার রক্ষিত, জোন চেয়ারপার্সন লায়ন আবদুর রহিম, লায়ন আনিসুল হক ও লায়ন সুব্রত ভৌমিক, লায়ন হেলাল উদ্দিন, লায়ন ইকবাল হোসেন সুমন, লায়ন ইয়াসিন আশরাফুল, লায়ন ফারাহ সুলতানা শহীদ, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন রাজিব বড়ুয়া, লায়ন হাসিবুল হাসান চৌধুরী, লায়ন সুজিত মুৎসুদ্দি, সাবেক কাউন্সিলর গোলাম মো. জুবায়ের, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী প্রেসিডেন্ট লিও রাফিউল হাসনাত রাফি, লিও মৃদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।