রাতের গভীরতার চাদর যত টানতে ছিল
ভোরের আকাশ ততোটা পরিষ্কার রক্তিম আভায়
ইচ্ছের ঢালায় চড়ে তুমি আমি সে
বীজ বপন করেছিল বেঁচের থাকার বর্তে;
সে দিনের সে ইচ্ছে পুরুষ
চেয়েছিল এক শুভ্রতার ছোঁয়া,
দিগন্তের লালিমার মত সে দাঁড়ানো ছিল
ভেঙে দিতে অনধিকার চর্চার সীমানা প্রাচীর!
রাতে ঢাকা কাকদের অশনি সংকেতের পাখায় চড়ে
শকুনের চোখ ভেদ করেছিল সবুজের মৃত্তিকা
শোকের পাখনায় বসে পাড়ি দেয়া সমুদ্রের গর্জনে
শুরু হয় মৃত্যু যন্ত্রণার বিভৎস এক পতাকাসৃষ্টির।
আলো-আঁধারি, কুয়াশার মোড়ক ভেদ করে
স্বাধীনরা সে দিন বেড়িয়ে পড়ে মুক্তির মিছিলে
‘এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,আমাদের স্বাধীনতার সংগ্রাম’।