পাবনার শালগাড়িয়া থানা রোডে আরো একটি আউটলেট উদ্বোধন করলো দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড পারপেল দ্যা আর্ট অফ লাইফ।
এ সময় উপস্থিত ছিলেন পারপেল দ্যা আর্ট অফ লাইফের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান লিংকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সারাদেশের ১২টি আউটলেটগুলোর পাশাপাশি পারপেলের নিত্যনতুন প্রোডাক্টের খোঁজখবর পেতে যুক্ত থাকুন পারপেলের অফিশিয়াল ফেসবুক ফ্যানপেজে- www.facebook.com/purpletheartoflife।
পারপেল দ্যা আর্ট অফ লাইফের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান লিংকন বলেন, ‘ফ্যাশন সচেতন গ্রাহকদের চাহিদা মেটাতে এবং গুণগত মানসম্পন্ন পণ্যের প্রচার ও প্রসারের জন্য দীর্ঘদিন যাবৎ সারাদেশে পারপেল তার পরিধি বিস্তৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় পাবনায় আরো একটি আউটলেট উদ্বোধন করে এই অঞ্চলের ফ্যাশন সচেতন মানুষের চাহিদা পূরণে অগ্রগামী ভূমিকা পালন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করছি এ পথচলায় আপনাদেরকে আমরা পাশে পাবো’।