রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

দাম বাড়ছে বাড়ুক

দাম বাড়ছে সবজিমাছের,

দাম বাড়ছে চালের

দাম বাড়ছে হলুদপেঁয়াজ

নুন মরিচ আর ডালের।

দাম বাড়ছে হু হু করে

সকল রকম তেলের

বাসের ভাড়া বাড়ছে এবং

বাড়ছে ভাড়া রেলের।

ডাক টিকেটের মাশুল বাড়ে,

খাজনা বাড়ে জমির

উদ্যোগ নেই কারো পক্ষে

এসব কমাকমির।

বিদ্যুৎ বিল বাড়তে থাকে

বাড়ছে গ্যাসের টাকা

বাড়তি টাকায় গজায় কেবল

পাসপোর্টেরই পাখা।

দাম বাড়ছে বাড়ুক তাতে

কে করে আর কেয়ার

আমি শুধু হাতিয়ে দেখি

ঠিক আছে কি চেয়ার!’

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ শুরু হয়েছে : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধচা বাগানের কড়চা