মুখের ভিতর পিস্তল রেখে হত্যা

২৩ বছর পর ৩ ছিনতাইকারীর যাবজ্জীবন

আজাদী অনলাইন | সোমবার , ২২ মে, ২০২৩ at ১১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কোরবানীগঞ্জে ২৩ বছর আগে মোহাম্মদ হোসেন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া আজ সোমবার (২২ মে) এ রায় দেন।

দণ্ডিত তিনজন হলো খোরশেদ আলম, মো. হাসান ও জসিম উদ্দিন। তাদের মধ্যে খোরশেদ আলম পলাতক। বাকি দু’জনকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর আলম বলেন, “এটি সেই সময়ের অত্যন্ত আলোচিত ঘটনা। ছিনতাইয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ওরফে লেদু সওদাগরের মুখের ভিতর পিস্তল রেখে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল।”

তিনি বলেন, “হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামীর প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। অন্য একটি ধারায় তিন আসামীকেই পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে।”

দু’টি সাজাই একসঙ্গে কার্যকর হবে বলে জানান আইনজীবী মো. জাহাঙ্গীর আলম।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৬ জানুয়ারি চট্টগ্রাম কোতোয়ালি থানার কোরবানীগঞ্জের সড়ক দিয়ে যাওয়ার সময় পরিচিত একজনের কাছ থেকে ছিনতাইকারীদের ১০ হাজার টাকা ছিনিয়ে নিতে দেখেন ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ওরফে লেদু সওদাগর।

তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। পরে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় তার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছিলেন।

এ মামলায় ২০০২ সালের ৪ জুলাই অভিযোগপত্র দেয় পুলিশ। সাতজন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার তিন আসামীকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা দিতে পারেনি দুর্ঘটনায় আহত ২ পরীক্ষার্থী
পরবর্তী নিবন্ধচবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৫ শতাংশ