এসএসসি পরীক্ষা দিতে পারেনি দুর্ঘটনায় আহত ২ পরীক্ষার্থী

চন্দনাইশে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থীসহ আহত ৬

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২২ মে, ২০২৩ at ১০:১১ অপরাহ্ণ

চন্দনাইশে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হয়।

আজ সোমবার (২২ মে) সকালে বৈলতলী বরকল সড়কের যতরমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীদের মধ্যে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারলেও গুরুতর আহত হওয়ায় ২ জন পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম জানান, চলমান এসএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আজ সোমবারের হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে সকালে উপজেলার বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের ৫ পরীক্ষার্থী অটোরিকশাযোগে সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। তাদের বহনকারী অটোরিকশাটি বৈলতলী-বরকল সড়কের যতরমুখ এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এসময় অটোরিকশায় থাকা ৫ জন পরীক্ষার্থী ও অটোরিকশা চালকসহ ৬ জন গুরুতর আহত হয়।

আহতরা হলো বৈলতলী এলাকার আবুল কাশেমের পুত্র এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ইফাজ (১৬), একই এলাকার বদিউল আলমের পুত্র মো. ফয়সাল উদ্দীন রনি (১৬), জসিম উদ্দীনের পুত্র হাফিজ উদ্দীন (১৬) এবং বরমা বাতাজুড়ি এলাকার আবদুস সালামের পুত্র মো. তৌহিদুল ইসলাম শাওন (১৬), একই এলাকার আবদুল নবীর পুত্র আবদুল আজিজ তামিম (১৬)।

অটোরিকশা চালক বৈলতলী এলাকার আনোয়ার ইসলামের পুত্র মো. হাবিব (২৫)।

আহতদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত অবস্থায় পরীক্ষার্থী মোহাম্মদ ইফজা ও মো. তৌহিদুল ইসলাম শাওনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় অটোরিকশা চালক হাবিবকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম ছৈয়দ হোসেন জানান, আজ সোমবার হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নিতে অটোরিকশায় কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার বিদ্যালয়ের ৫ জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ ইফাজ, ও মো. তৌহিদুল ইসলাম শাওনকে চমেক হাসপাতালে প্রেরণ করায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে অপর ৩ জন প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষায় অংশ নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শিক্ষকের মোটরসাইকেল চুরি
পরবর্তী নিবন্ধমুখের ভিতর পিস্তল রেখে হত্যা