৭ মার্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে চবির সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনা। সকালে চবি শহীদ বুদ্ধিজীবী চত্বরে ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক ও দেশাত্মবোধক গান সাউন্ড সিস্টেমের মাধ্যমে পরিবেশন করা হবে।
উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। পুস্পস্তবক অর্পণ শেষে উপাচার্য বক্তব্য দেবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা আইনজীবী সমিতির বসন্ত উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধজামালখানে প্যারাগনটেকের ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন