৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জামসেদকে নির্বাচন কমিশনে তলব

কক্সবাজার পৌর নির্বাচন

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে তলব করা হয়েছে। গভীর রাতে ২৩শ নারী পুরুষ নিয়ে গোপন বৈঠকের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে কেন তার প্রার্থীতা বাতিল করা হবে না অথবা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা ৮ জুন নির্বাচন কমিশনে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন অধিশাখা২ এর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। জামসেদ যুবদলের বহিষ্কৃত নেতা। কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে অংশ নেয়ায় গত ২২ মে যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জন
পরবর্তী নিবন্ধ‘গ্রিন মামা’র সংকেতেই চলত ছিনতাই