৭৮৬

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

তোমরা কি এটা চাও যে, তাকেই সৎপথ প্রদর্শন করবে যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন; এবং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তবে তুমি কখনো তার জন্য পথ পাবে না।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৮৮), সূরা নিসা।

হাজী হজ করিয়া যতক্ষণ বাড়ী না পৌঁছে তাহার দোয়া কবুল হয়। যদি এরূপ কাহারও সহিত সাক্ষাৎ হয় তবে তাহাকে সালাম কর মোসাফাহ কর এবং নিজের জন্য দোয়া করাও।
– আল-হাদিস (আহমাদ)।

যে প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, তার চলার পথ শান্তিপূর্ণ হয়।
– জন কেবল।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা থেকে মুক্তি চায় নগরবাসী