৫ মাসে ৩১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৪ হাজার কোটি টাকা কম

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ১০:০৭ পূর্বাহ্ণ

অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমসে চলতি ২০২২-২০২৩ অর্থবছরের ৫ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায় হয়েছে ৩০ হাজার ৯৪৭ কোটি ২৫ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৫৭৮ কোটি ৫৩ লাখ টাকা কম। তবে গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা বলছেন, আমদানি কমে যাওয়ার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি।

তবে গত অর্থবছরের চেয়ে এগিয়ে আছে এটি ইতিবাচক দিক। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, চট্টগ্রাম কাস্টমসে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। এরমধ্যে জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৪৮২ কোটি টাকা, আগস্ট মাসে ৫ হাজার ৬৬১ কোটি টাকা, সেপ্টেম্বর মাসে ৬ হাজার ৫৫৭ কোটি টাকা, অক্টোবর মাসে ৬ হাজার ৫৫৭ কোটি টাকা, নভেম্বর মাসে ৬ হাজার ৬০৪ কোটি টাকা, ডিসেম্বর মাসে ৬ হাজার ৬০৪ কোটি টাকা, জানুয়ারি মাসে ৬ হাজার ৬৫২ কোটি টাকা, ফেব্রুয়ারি মাসে ৫ হাজার ৭৫৫ কোটি টাকা, মার্চ মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা, এপ্রিল মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা, মে মাসে ৪ হাজার ৭১৭ কোটি টাকা এবং জুন মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর।

চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা বলছেন, ডলার সংকটের কারণে অনেক ব্যবসায়ী আমদানির এলসি (ঋণপত্র) খুলতে পারছেন না। এমনকি শতভাগ মার্জিন দেয়ার পরেও এলসি নিতে পারছেন না। ফলে আমদানি বাণিজ্যে কিছুটা হলেও স্থবিরতা দেখা দিয়েছে। তাই স্বাভাবিকভাবে আমদানি কমেছে। এছাড়া গত দুই তিন মাস ধরে উচ্চ শুল্কের পণ্য আমদানি কমেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পণ্যের আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক হার বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফাইজুর রহমান বলেন, চট্টগ্রাম কাস্টমসে আমদানির হার আগের চেয়ে কিছুটা কমেছে। যার ফলে যেভাবে রাজস্ব আদায় হওয়ার কথা সেটি হয়নি। তবে সামগ্রিক হিসেবে গত অর্থবছরের এই সময়ের তুলনায় ৩ হাজার ৩৪৬ কোটি টাকা রাজস্ব আদায় বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর জলকদর খালের দখল ও ভরাট বন্ধে হাই কোর্টের নির্দেশ
পরবর্তী নিবন্ধফ্ল্যাট লুকিং গ্লাস অটোরিকশার বাইরে বসানোর নির্দেশ