৪১টি ওয়ার্ডে কর্মরতদের ফিঙ্গার প্রিন্টে উপস্থিতি কার্যক্রম শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের ফিঙ্গার প্রিন্ট মেশিনের মাধ্যমে দৈনিক উপস্থিতি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ষোলশহর ওয়ার্ড কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
এসময় তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নাগরিক সেবা নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের মূল কাজ। সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ফিঙ্গারিং ব্যবস্থা চালু করা হয়েছে। এক্ষেত্রে কাজে ফাঁকি দেয়ার কোন সুযোগ নাই। নিজের কাজের প্রতি আন্তরিক এবং নিষ্ঠাবান হওয়ার জন্য আধুনিক এ প্রযুক্তি সংযোজন সময়ের প্রয়োজন বলে তিনি মনে করেন। মেয়র আরো বলেন, আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের সম্পৃক্ত করা না গেলে নিজেরা যেমন পিছিয়ে যাব দেশও উন্নত বিশ্বের তুলনায় পিছিয়ে পড়বে। তাই আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের সম্পৃক্ত করা আজ সময়ের দাবি। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর এম আশরাফুল আলম, সচিব খালেদ মাহমুদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আইটি অফিসার, মো. ইকবাল হাসান, আওয়ামীলীগ নেতা শামসুল আলম, আবুল কালাম।

পূর্ববর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধহোসাইনি চেতনায় সমুজ্জ্বল হযরত গাউছুল আজমের তরিক্বত