৪০ নয় আইসিসির বার্ষিক লাভের ৩৮.৫ শতাংশ পাবে ভারত

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

গত মে মাসে জানা গিয়েছিল, আইসিসির বার্ষিক আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এবার জানা গেল লভ্যাংশের প্রকৃত অংকটা ৩৮.৫ শতাংশ। গত বৃহস্পতিবার এই রেভিনিউ মডেল অনুমোদন দিয়েছে আইসিসি। এই মডেল অনুযায়ী ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতি বছর ২৩১ মিলিয়ন ইউএস ডলারের মতো লভ্যাংশ পাবে। তবে বাকি বোর্ডগুলোর লাভের শতাংশ দুই অঙ্কও পার করেনি। আইসিসির বাকি ১১টি পূর্ণ সদস্য দেশের মধ্যে অস্ট্রেলিয়া ৩৭.৫৩ মিলিয়ন, ইংল্যান্ড ৪১.৩৩, বাংলাদেশ ২৬.৭৪, দক্ষিণ আফ্রিকা ২৬.২৪, নিউজিল্যান্ড ২৮.৩৮, পাকিস্তান ৩৪.৫১, শ্রীলঙ্কা ২৭.১২, ওয়েস্ট ইন্ডিজ ২৭.৫০, জিম্বাবুয়ে ১৭.৬৪, আয়ারল্যান্ড ১৮.০৪ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাবে বার্ষিক ১৬.৮২ মিলিয়ন ডলার।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ এবং জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ শুরু