২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া প্রতিনিধি | শনিবার , ১৪ মে, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মিয়ানমার সীমান্তের পাহাড়ে একটি পরিত্যক্ত ঘর হতে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে জড়িত দুই উপজাতি যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা।

জানা গেছে, কক্সবাজার-৩৪ বিজিবির মিয়ানমার সীমান্তের রেজুআমতলী বিওপি সদস্যরা শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ অভিযান চালায়। রেজুআমতলী বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কলাজাইং টিলা নামক স্থানে একটি পরিত্যক্ত ঘরে অভিযানকালে দুই জন উপজাতি যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক স্থানীয় চাকমাপাড়ার জিন্যাউ তংচংগ্যার ছেলে লামংগ্যা তংচংগ্যা (২৮) ও রাশি অং তংচংগ্যার ছেলে লা তাইমং তংচংগ্যার (৩৬)। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মেঝে গর্ত করে কৌশলে লুকায়িত অবস্থা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির নিশ্চিত করেন। জব্দকৃত ইয়াবার মূল্য ২ কোটি ৭০ লক্ষ টাকা। গ্রেপ্তার আসামিদের মাদকদ্রব্যসহ নিয়মিত মামলার মাধ্যমে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় জলদস্যু বাহিনীর প্রধান জিকু অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘মামলা করায়’ সাংবাদিকের ওপর হামলা