১৯ মাসে সর্বনিম্ন সংক্রমণ হার চট্টগ্রামে

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে ১৯ মাসের সর্বনিম্ন সংক্রমণ হার রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার এ যাবতকালের সর্বনিম্ন ০ দশমিক ২০ শতাংশ। তবে এ সময়ে একজনের মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকালের প্রতিবেদনে এ সব তথ্য জানা
যায়। উল্লেখ্য, এর আগের সর্বনিম্ন ০ দশমিক ২৬ শতাংশ সংক্রমণ হার রেকর্ড হয়েছিল ২২ অক্টোবর। এ দিন ৩ জন আক্রান্ত হন। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, নগরীর সরকারি-বেসরকারি আট ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ২ হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৪ জীবাণুবাহকের মধ্যে শহরের ৩ জন এবং রাউজান উপজেলার একজন। গতকাল করোনায় গ্রামের একজন মৃত্যুবরণ করেন। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩২০ জন। এর মধ্যে শহরের ৭২১ জন ও গ্রামের ৫৯৯ জন।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় সম্ভব হয়নি সাক্ষ্যগ্রহণ
পরবর্তী নিবন্ধশ্রমিক-কর্মচারীদের বাঁচাতে আন্দোলনের ডাক টিইউসির