মাদক মামলায় সম্ভব হয়নি সাক্ষ্যগ্রহণ

কোকেন কাণ্ড : সাক্ষী অসুস্থ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় মাদক আইনে করা মামলায় গতকালের ধার্য তারিখে সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। সাক্ষী তৎকালীন মহানগর হাকিম মো. ফরিদুল আলম অসুস্থবোধ করায় এ সাক্ষ্য নেয়া হয়নি। ঘটনার পর গ্রেফতার গোলাম মোস্তফা সোহেল, মেহেদী আলম ও মোস্তফা কামালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন তিনি। এক পর্যায়ে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন ১০ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় এ পর্যন্ত ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে কোকেন কাণ্ডের ঘটনায় চোরাচালান আইনে করা মামলায় গতকাল সোমবার চার্জগঠনের জন্য দিনও ধার্য ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক শরীফুল আলম ভুঁইয়া না থাকায় চার্জগঠন হয়নি। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনায় দায়ের করা মাদক আইনের মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ দখল উচ্ছেদ
পরবর্তী নিবন্ধ১৯ মাসে সর্বনিম্ন সংক্রমণ হার চট্টগ্রামে