কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ দখল উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকতের সড়কের উত্তর পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা (মার্কেট) গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম এই উচ্ছেদ অভিযান চালায়। দখলবাজ চক্রটি বাঁশ দিয়ে রাতারাতি অনেকগুলো দোকান তৈরী করে আদালতের নির্দেশনা সম্বলিত একটি সাইনবোর্ডও লাগিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, কতিপয় সরকারী দলের নেতার ছত্রছায়ায় এই চক্রটি কঙবাজার সমুদ্র সৈকত এলাকায় সরকারী জমিতে অবৈধস্থাপনা নির্মাণ করে এবং সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে জনসমাগম এলাকা সুগন্ধা পয়েন্ট। এসব দোকান পাটের কারণে বিচে যাওয়ার রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে। একারণে এক বছর আগে ওইস্থান থেকে দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু রোববার রাতের আঁধারে ওই দখলবাজ চক্রটি আবারও অবৈধভাবে ১৫ -২০টি দোকান নির্মাণ করে। যা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। কারা করেছে খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে মামলাও করা হবে। প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে ২০২০ সালের ১৭ অক্টোবর কঙবাজার সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কঙবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানকালে দখলদারদের সাথে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় দখলদারদের বিরুদ্ধে মামলা করে কউক। বছর না পেরোতেই আবারও একই স্থানে দোকানপাট নির্মাণ শুরু করে চক্রটি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হক চৌধুরী
পরবর্তী নিবন্ধমাদক মামলায় সম্ভব হয়নি সাক্ষ্যগ্রহণ