শ্রমিক-কর্মচারীদের বাঁচাতে আন্দোলনের ডাক টিইউসির

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

শিল্প ধ্বংস ও চাকরিচ্যুতি, নির্যাতনের হাত থেকে শ্রমিক-কর্মচারীদের বাঁচাতে এনজিওবাদী ধারা পরিত্যাগ করে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ। সংগঠনের জেলা কমিটির সভা গতকাল সোমবার পরিবহন শ্রমিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী। বক্তারা বলেন, বিশ্বব্যাংক, আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার পাট ও চিনি শিল্প ধ্বংসের কাজ চালাচ্ছে। গার্মেন্টস কারখানায় ট্রেড ইউনিয়ন কার্যক্রম করতে দেওয়া হয় না। সভায় চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে অবস্থিত কারখানায় শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা। আলোচনা করেন সহসভাপতি অলি আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাত উল্লাহ্‌ জাহিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা, নুরুচ্ছাফা ভুঁইয়া, মাহবুবুল হক চৌধুরী, মো. শাহ আলম চৌধুরী, সাইফুল ইসলাম শাহীন, নুরুল আবছার লিটন, মো. ইয়াছিন, মো. নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৯ মাসে সর্বনিম্ন সংক্রমণ হার চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধমুজিব-রশিদের স্পিনে ৬০ রানেই শেষ স্কটল্যান্ড