১২-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ সেবন করাবে সরকার

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

দেশের আট বিভাগে ১২১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বর্হিভূত সকল শিশুকে দুই ধাপে কৃমিনাশক ওষুধ সেবন করানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, এসব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমিনাশক ঔষধ (মেবেন্ডাজোল ৫০০ মি.গ্রা.) সেবন করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমিনাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে। খবর বাসসের।

নির্দেশনায় বলা হয়, গত ১৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় দুই ধাপে ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১ম ধাপে: ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং ২য় ধাপে: ১৫২১ মে পর্যন্ত ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগসমূহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ নির্ধারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ পাঁচ বিভাগে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
পরবর্তী নিবন্ধটিসিবির কার্যক্রমে পরিবর্তনের ভাবনা তুলে ধরলেন টিটু