১১ দেশের ওপর থেকে সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কাল

আজাদী অনলাইন | শনিবার , ২৯ মে, ২০২১ at ১১:১৭ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করতে ১১টি দেশের ভ্রমণার্থীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।
আজ শনিবার (৩০ মে) এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ। বিডিনিউজ
এই ১১টি দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান।
আগামীকাল রবিবার এসব দেশের ভ্রমণার্থীদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেওয়া হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থাটি।
কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এসব দেশের ভ্রমণার্থীরা সৌদি আরবে প্রবেশের পর তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আগুনে বনফুল শো রুমসহ ৩ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা