হাসি বিজয়ের হাসি

ইকবাল বাবুল | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৬ পূর্বাহ্ণ

কি করে যে ভুলি ঝাঁক ঝাঁক গুলি,কি করে হয়েছে জেতা
সেই দেশপ্রীতি বিজয়ের স্মৃতি ভুলে যেতে পারে কে তা’ ?
অত সহজে কি ভুলে যাওয়া যায় ? ওটা যে আমার মূল
আমার ভেতরে কাজ করে তাই কী এক হুলুস্থূল
কত মা’র ছেলে দিয়েছে রক্ত, কত ঝরে গেছে প্রাণ
মাঠে ঘাটে পথে আজো মিশে আছে সেই রক্তের ঘ্রাণ
পঁচা গলা কত, ক্ষত বিক্ষত কুকুরে টেনেছে লাশ
নিরব সাক্ষী এদেশের যত নদী নালা মাটি ঘাস
সাক্ষী বনানী হাওড়ের পানি সাক্ষী বধ্যভূমি
রক্তের দামে এইদেশ কেনা ভুলে যাব আমি, তুমি ?
স্বদেশের প্রতি এ-যে ভালোবাসা নেই কোনো তা’তে খাদ
এখনো শুনি সে’ ছেলেহারা মা’র করুণ আর্তনাদ
তবে আমি আজ মা’র মুখ জুড়ে দেখি বিজয়ের হাসি
সেই হাসি মেখে রৌদ্রের গুঁড়ো ঝরে যেন রাশি রাশি
পাখিগুলো গায়, বহে মিঠে বায় ; সুর তোলে ঝিরি ঝিরি
প্রকৃতি আজ নব সাজে সেজে বাড়িয়েছে তার ছিরি
যত লতা পাতা মা’র আঁচল পাতা মুগ্ধতা শুধু ঝরে
কী রকম এক আবেগের টানে মন টেকে না যে ঘরে
কুলু কুলু নদী বয় নিরবধি তোলে ছোট ছোট ঢেউ
বলি অন্ততঃ আজকের মত এত খুশি পোষে কেউ ?
দেখি চারপাশে উচ্ছ্বাসে হাসে ফুল পাখি নদী সবই
মনে হয় কোনো শিল্পির হাতে পটে আঁকা কোনো ছবি
দেখে এই ছবি আমি সেই কবি হাসি বিজয়ের হাসি
রক্তের দামে কেনা দেশটাকে আমি বড় ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধএখানে বিজয়
পরবর্তী নিবন্ধঅকৃত্রিম বন্ধু পল কনেট