এখানে বিজয়

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৪ পূর্বাহ্ণ

এখানে বিজয় ভোরের ঝলমলে হাসি
শিশিরের নরোম দানা ঘাসে রাশি রাশি।
এখানে বিজয় নদীর পাল তোলা নাও
আঁকাবাঁকা মেঠো পথ সুদূরের গাঁও।

এখানে বিজয়, নাচায় সাপুরিয়া সাপ
পুকুরের জলে খুশি দৌঁড় লাফ ঝাঁপ।
এখানে বিজয় দীঘির বুকে ঢেউ সুখ
আঘনে কিষাণ বউয়ের রাঙানো কী মুখ!

এখানে বিজয় চাঁদের হাসি ঝকঝকে
লাউ ক্ষেতে ডগা বেয়ে ওঠে লকলকে
এখানে বিজয়, সবুজ টকটকে লাল
সাহসে হাওয়ার বুকে ওড়ে চিরকাল।

এখানে বিজয়,পাখির ডানা মেলে ওড়া
ভালোবাসা প্রীতি মায়া জগৎ জোড়া
এখানে বিজয়,খোকার খুশি রিনিঝিন
লাখো ভাই শহীদের খুনে রাঙা ঋণ।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন পূরণ করি
পরবর্তী নিবন্ধহাসি বিজয়ের হাসি