হাসান-তাসকিনে মুগ্ধ বিশপ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ইয়ান বিশপ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন বিশপ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের দুই নায়কই পেসার। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা তাসকিন আহমেদ। তরুণ হাসান মাহমুদ ২ উইকেট নেন স্রেফ ১৫ রানে। তাসকিনকে নিয়ে বললেন, ‘তাসকিনের পরিবর্তনটা দারুণ। আগের চেয়ে অনেক বেশি ফিট সে, সেটির প্রতিফলন পড়ছে বোলিংয়ে। আমি শুনেছি, সে অনেক পরিশ্রম করেছে। একটা সময় ওর বোলিং একটু হতাশাজনক ছিল। খুব ভালো ব্যাপার যে নিজের সম্ভাবনা সে বুঝতে পেরেছে। এখন ওকে বেশ দায়িত্বশীল ও পরিণত মনে হয়। বোলিং আক্রমণের নেতাও সে এখন, সেটাও মনে হয় উপভোগ করছে।’ বিশপ হাসানকে খুব একটা দেখেননি আগে। নিজ থেকেই জানান, বাংলাদেশের তরুণ এই পেসারকে তার মনে ধরেছে। ‘হাসান দারুণ সম্ভাবনাময়। অ্যাকশন খুব মসৃণ। গতি আছে। বয়স ও অভিজ্ঞতার তুলনায় পরিণত বলে মনে হয়। হি ইজ বিকামিং আ লিটল স্টার।’

পূর্ববর্তী নিবন্ধআজ আফগানদের সামনে উড়ন্ত নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের জার্সি উন্মোচন