হালদা নদীর পাড়ে স্কেভেটরের কোপ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড় স্কেভেটরের ছোবলে ক্ষত-বিক্ষত হচ্ছে। মাটি কেটে ট্রাক ভরে পাচার চলছে দিন দুপুরে। ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামে এমন দৃশ্যের দেখা মিলে।
স্থানীয় সূত্র জানায়, হালদা নদী থেকে মাটি ও বালি উত্তোলন নিষিদ্ধ হলেও ক্ষমতাসীন দলের কতিপয় নেতার নাম ভাঙিয়ে দিন-রাত পাচারের মহোৎসব চলছে। নদীর পাড় ও চর কেটে সড়ক নির্মাণ, বাড়ি-ঘর নির্মাণসহ নানান কাজে ব্যবহারের জন্য চলছে এ পাচার। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে হালদা নদী ভাঙন রোধে চলমান সিসি ব্লক স্থাপন ও বেড়িবাঁধ স্থাপনের কাজ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ বলেন, হালদা নদী থেকে বালি চোর, মাটি চোর ও পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। ছাদেক নগর এলাকায় স্কেভেটর দিয়ে মাটি কাটার খবর পেয়েছি। সেখানে ইউনিয়ন ভূমি অফিসার ও থানা পুলিশকে অভিযান চালাতে নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ উত্তর জেলা আওয়ামী লীগের সভা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কমার্স কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি