হালদায় ভেসে উঠল ৮ কেজি ওজনের মরা কাতলা

হাটহাজরী ও ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

হালদা নদীতে ৭-৮ কেজি ওজনের একটি মরা কাতলা মাছ ভেসে উঠেছে। ফটিকছড়ি উপজেলার ১৯ নম্বর সমিতির হাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় নদীর পাড়ের কাদার মধ্যে সোমবার বেলা ১টার দিকে মাছটি দেখতে পান স্থানীয় লোকজন। মনসুর আলম নামের এক যুবক মাছটির ছবি তুলে হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়ার ম্যাসেঞ্জারে লিংক দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, মনসুর আলমের সঙ্গে আমি কথা বলেছি। তিনি শুধু একটি ছবি তুলেছেন। এরপর তা জোয়ারে ভেসে গেছে। সংরক্ষণ করা যায়নি। তাদের ধারণা আনুমানিক ৭-৮ কেজি ওজন হবে মাছটির। তিনি জানান, মাছটি কয়েক দিন পূর্বে মারা গেছে। কারণ তার গায়ে পচন ধরেছে। যেখানে কাতলা মাছটি পাওয়া গেছে সেখানে সচরাচর এত বড় মাছ যায় না। হয়তো কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তাতে ঢলের বিপরীতে মাছটি সেখানে চলে গেছে। মাছটি হয়তো ডিম ছাড়ার জন্য নদীতে এসেছিল। কোনো স্থানে আঘাত পেয়ে সেটি মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১০ দিনে টিকা নিলেন দেড় লাখ মানুষ
পরবর্তী নিবন্ধইফতার নিয়ে কথা কাটাকাটি, গৃহবধূর আত্মহত্যা