চট্টগ্রামে ১০ দিনে টিকা নিলেন দেড় লাখ মানুষ

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

অতিমারি করোনা থেকে সুরক্ষা পেতে আবিষ্কৃত টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ বাড়ছে চট্টগ্রামে। মাত্র ১০ কার্যদিবসে প্রায় দেড় লাখ মানুষ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে নগরীর পাশাপাশি জেলার বাসিন্দারাও রয়েছেন। সিভিল সার্জন কার্যালয় আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের দেয়া তথ্য মতে, চট্টগ্রামে গতকাল মঙ্গলবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ হাজার ৪৭০ জন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ৮ হাজার ৭৭১ জন এবং নগরীর বাসিন্দা ৮ হাজার ৬৯৯ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬৭০ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গতকাল মঙ্গলবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, মঙ্গলবার (গতকাল) বিভিন্ন উপজেলার ৭৬৬ জন ও নগরীর ৭৮২ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। ফলে এ পর্যন্ত প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৮৭ জনে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ লাখ ৪৯ হাজার ৩৪০ জন ও জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ৭৪৭ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেছেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল ৮ কেজি ওজনের মরা কাতলা