হালদায় ধসে পড়া স্লুইচ গেট পরিদর্শনে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

হালদা নদীর সংযোগ চেংখালী খালের ধসে পড়া স্লুইচ গেট পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মেখল-গড়দুয়ারা সংযোগ জনচলাচলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর নির্মিত এই স্লুইচ গেট চার মাস আগে নদীতে ধসে পড়ায় এই সড়ক দিয়ে জনচলাচল বন্ধ হয়ে গেছে।

তাছাড়া স্লুইচ গেট ধসে পড়ায় হালদা নদীর জোয়ার ও প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকে পড়ে। নষ্ট হয় জমির ফসল। এতে করে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে স্থানীয়দের।

সংবাদ অবহিত হয়ে গতকাল শুক্রবার বিকেলে তিনি চেংখালী খালের ধসে পড়া স্লুইচ গেট পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামাণিক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, গড়দুয়ারা ও মেখল ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ও সালাউদ্দিন চৌধুরী। এ সময় ব্যারিস্টার আনিস পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীকে এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধজহুর আহমদ চৌধুরী ইতিহাসের পাতায় চির অক্ষয় হয়ে থাকবেন
পরবর্তী নিবন্ধপেনিনসুলাতে কাল থেকে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন শুরু