হালদায় ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
অভিযানে হালদা নদীর উত্তর মাদার্শার আমতুয়া পয়েন্ট হতে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার ঘেরা জাল উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম জানান, নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি। আইডিএফ মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও মনিরুল ইসলাম, গ্রাম পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলার নাম গাই
পরবর্তী নিবন্ধইউএই লেডিস ক্লাবের বসন্তবরণ উৎসব