হারই জিত আর জিতই হার

শাহরিয়ার ইমন শাইমন | বুধবার , ১১ মে, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

আপনি জানেনই না যে, হেরে গেলে জিতে যান, আর জিতে গেলে হেরে যান! হার কাকে বলে আর জিত কাকে বলে! হার-জিত আপেক্ষিক (ধরে নেওয়া বা অনুভব করা) বিষয়; দেখবেন, বিজয়ের একটা নির্দিষ্ট সময় পর মনে হয় তেমন কিছুই অর্জন করেন নি। তেমনি পরাজয়ের নির্দিষ্ট সময় পরে পরাজয় মনে হয় পরাজয় নয়। বিজয় কক্ষণই বিজয় নয় যদি না আপনি তা উপভোগ করেন, আর পরাজয়ও কখনই পরাজয় নয় আপনি যদি না তা মনে করেন।

আসলেই যদি সবকিছুই ক্ষণিকের হয়- জয়কে অতিরিক্ত উপভোগ করারও সময় নেই। অন্যদিকে, নিজেকে পরাজিত ভাবারও কোনো মানে নেই! আমি একজন অপটিমিস্টিক পারসন: আমি সুখটাকে কিছুটা উপভোগ করলেও দু:খটাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করি। পেসিমিজম এ টাইম দিয়ে লাভ নেই! মেসোখিস্ট হলে হয়তো দু:খটাকেও উপভোগ করতে পারতাম। কিন্তু, সেটায় অনেক সময় লাগে। আমার তেমন সময় নেই… তাই বলি- অল ইজ ওয়েল! মহান স্রষ্টার দয়ায় আমি ভালো আছি… কারণ উনি তার সৃষ্টিকে খারাপ রাখেন না-আমার বিশ্বাস!

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহন হোক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত
পরবর্তী নিবন্ধপ্রেষণা মালিক শ্রমিকের সম্পর্ক বৃদ্ধি করে