গণপরিবহন হোক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত

| বুধবার , ১১ মে, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

মানুষের দৈনন্দিন জীবনে চলা ফেরার ক্ষেত্রে প্রতিনিয়ত পরিবহনের উপর নির্ভরশীল হতে হয়। অফিস, আদালত, শিক্ষা- প্রতিষ্ঠান, হাসপাতাল সহ সকল ক্ষেত্রে চলাচলের জন্য পরিবহন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য সম্মত গণপরিবহন চালু করা সময়ের দাবি, কারণ মানুষ সবচেয়ে দুর্ভোগ এখানে ভোগ করে। পরিবহনে কলার ছোঁলা, বিস্কুটের খোঁসা, চিপসের প্যাকেট, ধুলা-বালু সহ বাসে ভাঙ্গা সিট, ধূমপান সহ নানা ধরনের অ-স্বাস্থ্যকর পরিবেশ লক্ষ করা যায়। যা – মানসিক প্রশান্তিকে বিনষ্ট করে। এবং সুস্বাস্থ্যের অবনতি ঘটে।

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ এমন কান্না আমাদের অনেকের মধ্য বিদ্যমান। বাংলাদেশের ‘রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে ২০২১ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৭১ টি। যার মধ্যে নিহত হন ৬ হাজার ২৮৪ জন, এবং আহত হন ৭ হাজার ৪৬৮ জন। নিহতদের মধ্য ৮০৩ জন-ই হলেন শিক্ষার্থী। এরকম যদি অ- স্বাস্থ্যকর এবং অনিরাপদ সড়ক পরিবহন চলমান থাকে তবে, আগামীতে এটার ভয়াবহ রূপ ধারণ করবে। যেটা হয়ত প্রতিকার করা অসম্ভবনীয় হয়ে দাঁড়াবে। তাই, সড়ক পরিবহন কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থ্য গ্রহণ করে।

মো. আব্দুল করিম গাজী
শিক্ষার্থী,
ফেনী সরকারি কলেজ, ফেনী।

পূর্ববর্তী নিবন্ধবসন্ত কুমার বিশ্বাস: অগ্নিযুগের সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী
পরবর্তী নিবন্ধহারই জিত আর জিতই হার