হাবিব তাজকিরাজ রিয়েলিটি শো’র শিরোপা জিতল আরভিন ও ইমন

| শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেলুন হাবিব তাজকিরাসের রিয়েলিটি শো ওয়েসিস আউটফিট প্রেজেন্টস মিস্টার এন্ড মিস হাবিব তাজকিরাসের চূড়ান্ত পর্ব। গত ১৬ মার্চ নগরীর খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগির মধ্য থেকে ৯ টি ধাপে প্রতিযোগিতার মাধ্যমে ১৬ জন নারী ও ১৬ জন পুরুষ প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পায়। মোট ৫ টি ধাপে নানা পারফর্মেন্স দেখিয়ে ও বিচারকদের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে বাছাই করা হয় চূড়ান্ত বিজয়ীকে। মিস্টার এন্ড মিস হাবিব তাজকিরাস সিজন ২ এর মিস্টার হাবিব তাজকিরাস হিসেবে বিজয়ী হয়েছেন ঢাকা প্রতিযোগী ইমন, আর মিস হাবিব তাজকিরাস হয়েছেন চট্টগ্রামের প্রতিযোগী আরভিন। পুরুষ ক্যাটাগরিতে ১ম রানার আপ ও ২য় রানার আপ হয়েছেন যথাক্রমে আকরাম ও শিশির, আর মেয়েদের ক্যাটাগরিতে লামিয়া ও মিতু। এছাড়া বেস্ট ব্রাইড হয়েছেন ইশা, বেস্ট গ্রুম নির্বাচিত হয়েছেন জায়েদ। পাব্লিক চয়েস ক্যাটাগরিতে পাব্লিক ভোটের ভিত্তিতে বিজয়ী হয়েছেন সৌরভ ও মেহেরুন্নেসা। বেস্ট হেয়ার এর জন্য পুরস্কার জিতেছেন মাসুদ ও রাজশ্রী। মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড পেয়েছেন ঊর্মিলা ও বেস্ট হ্যান্ডসাম নির্বাচিত হয়েছেন ফয়সাল আরিয়ান। গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্য ও চলচিত্র অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী তানিয়া আহমেদ, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, কবি ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী। পুরস্কার বিতরণী পর্বে হাবিব তাজকিরাসের চেয়ারম্যান রুম্মান আহমেদ বলেন, চট্টগ্রামে এক সময় সুন্দরী প্রতিযোগিতা হত, আয়োজন ছিল নানা ধরনের ট্যালেন্ট শো এর। কিন্তু এখন এ ধরণের আয়োজন হয় না চট্টগ্রামে। তাই সুন্দরের সাথে বুদ্ধিমত্তা যাচাই এর একটা প্রতিযোগিতা করার লক্ষ্য নিয়েই হাবিব তাজকিরাস ২য় বারের মত এ উদ্যোগ গ্রহণ করে। এবার বন্দরনগরী চট্টগ্রাম ছাড়াও দেশের ২১ টি জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছে। চট্টগ্রাম ও ঢাকা ২ জেলায় হয়েছে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব। স্ক্রিনিং, অডিশন ও এলিমিনেশন পর্ব শেষে বাছাইকৃত ৩২ প্রতিযোগীকে নিয়ে হয় ৬ দিন ব্যাপী গ্রুমিং সেশন। গ্রুমিং সেশনে কমিউনিকেশন স্কিল, উপস্থাপনা, স্ট্রেস ম্যানেজমেন্ট, নানা বিষয়ে পারফর্মেন্স, রেম্প এ হাটা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএবার মস্কো চলচ্চিত্র উৎসবের বিচারক ‘আদিম’ নির্মাতা যুবরাজ
পরবর্তী নিবন্ধআসছে ব্যান্ড ওয়ারফেজের নতুন গান