হাতির পাল ঘুরে বেড়াচ্ছে জলদী চুনতি অভয়ারণ্যে

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জলদী চুনতি অভয়ারণ্যে ৬/৭ টি হাতি দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বুধবার দুপুরে জলদী অভয়ারণ্যে রেঞ্জের চুনতি এলাকায় বনবিভাগের কর্মকর্তারা যখন
বনায়ন এলাকা পরিদর্শন করছিলেন তখন হাতির পালটি তাদের সামনে পড়ে।

কিন্তু কারো কোনও ক্ষতি করেনি বলে বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান।

এ ব্যাপারে বনবিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আনিসুজ্জামান বলেন, বুধবার দুপুরে জলদী অভয়ারণ্যে রেঞ্জের চুনতি এলাকায় বনবিভাগের কর্মকর্তারা যখন বনায়ন সহ এলাকা পরিদর্শন করছিলেন তখন হাতির পালটি তাদের সামনে পড়ে।

পাহাড়ে হাতির খাবার কমে যাওয়ায় তারা সর্বত্র ঘুরে বেড়ায় বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধএনআইডি জালিয়াতি সাবরিনার নামে চার্জশিট গ্রহণ
পরবর্তী নিবন্ধমাদারবাড়িতে মালবোঝাই চলন্ত ট্রাকে আগুন