হাটহাজারী বাসস্ট্যান্ডে অভিযান, ১৯ মামলা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মহাসড়কে যানজট নিরসনে জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯ মামলায় ২৮ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, গত মঙ্গলবার হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ১৬ টি সিএনজি আটক করা হয় এবং সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় মোট ২৮ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয় হয়। এছাড়া ফুটপাত দখলের অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে ১৯ মামলায় মোট জরিমানা করা হয় ৩৪ হাজার ৭শ টাকা। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন। এছাড়া অভিযান কালে হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন ও নির্বাহী কর্মকর্তা বিপ্লব মুহুরী অংশগ্রহণ করেন।

সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে জেলা প্রশাসক, চট্টগ্রামের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি বোয়ালখালী শাখার মতবিনিময়
পরবর্তী নিবন্ধচাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান