হাটহাজারী-ফটিকছড়ি সড়কের অংশে ডিভাইডার নির্মাণ করা হোক

| রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

সড়কে কেন এই মৃত্যুর মিছিল? আমাদের অধিকাংশ সড়কগুলো হচ্ছে টু ওয়ে ও টু লেন সড়ক। একদিকে গাড়ি যায় আরেক দিক দিয়ে আসে। কোনও ডিভাইডার নেই। ফলে মুখোমুখি সংঘর্ষ অহরহ ঘটে। হাটহাজারীখাগড়াছড়ি মহাসড়কটি কিছুদিন পূর্বে দুই লেন থেকে তিন লেন সড়কে রূপান্তর করা হয়। তিন লেন সড়ক হওয়ার পর রাস্তায় যানবাহনের গতি বেড়েছে। কিন্তুু একইসাথে রাস্তায় কম গতির যানবাহন চলাচল করতে দেয়ায় দুর্ঘটনার হারও বেড়েছে। হাটহাজারী থেকে ফটিকছড়ি অংশে সড়কটি তিন লেন হওয়ার পর ডিভাইডার না থাকায়, ফলে চালকরা বেপরোয়াভাবে যানবাহন গতি বাড়িয়ে পুরো রাস্তা জুড়ে ওভারটেক করায় দিনদিন দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। হাটহাজারী ফটিকছড়ি সড়কে জরুরি ভিত্তিতে ডিভাইডার নির্মাণের জোর দাবী জানাচ্ছি। আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

নাজমুল হাসান চৌধুরী হেলাল

ফটিকছড়ি,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশহীদ তিতুমীর : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনন্য ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধসন্তানদের আদর্শ করে তুলতে পারিবারিক শিক্ষাই অন্যতম