হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নে কাজী বাড়ি শাহী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উক্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ওই মসজিদের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী আমান উল্লাহর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল্লাহ আল মাসুম। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ধলই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী ইউচুফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মো. আলী আবরার দুলাল, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মো. এনামুল হক সিদ্দিকী এবং রাশেদুল হাসান সুমন।
এতে আরো উপস্থিত ছিলেন ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবু তালেব চৌধুরী, কাজী হারুণ অর রশিদ, কাজী আবুল কালাম, কাজী শামসুদ্দীন চৌধুর, কাজী জাফর সাদেক, কাজী নওশের আলম চৌধুরী, কাজী জয়নাল আবেদীন, কাজী শওকত হোসেন চৌধুরী, কাজী রেজাউল হায়াত চৌধুরী সবুজ, কাজী এনায়েতুল গণি, অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী কাজী সাব্বিরুল ইসলাম, ডাক্তার কাজী আশিক আমান ও কাজী সেলিম উদ্দীন চৌধুরী।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দীন নেজামী দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।