হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:০৮ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় গাউছিয়া মার্কেটের তৃতীয় তলায় সাইনবোর্ড লাগানোর সময় অসতর্ক অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইমন (২০)। গত সোমবার এঘটনা ঘটে। ইমন ফতেপুরের শাহ আহমদ বাড়ির সিএনজি টেঙি চালক জাগির আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ওইদিন দুপুরে কলাবাগান এলাকার ক্লাসিক থাই অ্যালমুনিয়াম নামে একটি দোকানের কর্মচারী ইমন উক্ত ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনতলা থেকে মাটিতে পড়ে যায়। এতে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় ইমনকে চমেক হাসপাতালের বার্ণ ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে গাউছিয়া মার্কেটের মালিক মোহাম্মদ আলমগীরের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। তবে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু
পরবর্তী নিবন্ধমহামারীতে হতদরিদ্র বেড়েছে ৪০ শতাংশ : জাতিসংঘ