হাটহাজারীতে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ শুরু

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা মূল্যে দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু করেছে সরকার। শুরুতে প্রতি কেজি ১০ টাকা হারে চালের মূল্য নির্ধারিত থাকলেও এবার মূল্য বৃদ্ধি করে প্রতি কেজি ১৫ টাকা করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচির কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এই কর্মসূচির আওতায় প্রতি ইউনিয়নে ১শ পরিবারকে চাল বিতরণ করা হচ্ছে।
এতে আলোচনায় অধিক জনসংখ্যা অধ্যুষিত ইউনিয়ন সমূহে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীর সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন বলে মত প্রকাশ করছেন বিজ্ঞমহল। কারণ বেশি জনসংখ্যা অধ্যূষিত ইউনিয়ন সমূহে দুঃস্থ পরিবারের সংখ্যা স্বাভাবিক কারনে বেশি। তাই সেখানে এই কর্মসূচির আওতায় কার্ডধারীর সংখ্যা বৃদ্ধির প্রয়োজন বলে অনেকে অভিমত প্রকাশ করছেন ।

পূর্ববর্তী নিবন্ধদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে : এমপি লতিফ
পরবর্তী নিবন্ধসিআইইউর অ্যাডমিশন ফেস্টিভালে ভর্তিচ্ছুদের ভিড়