হরতালের সমর্থনে বাম জোটের সমাবেশ

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে আগামী ২৮ মার্চ দেশব্যাপী হরতাল সফল করার লক্ষ্যে গতকাল বুধবার নগরীর অলংকার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মসিউদ্দৌলা, হাসান মারূফ রুমী, নূরুচ্ছফা ভূঁইয়া, আকরাম হোসেন, জাহেদুন্নবী কনক, রায়হান উদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার এক কোটি পরিবারকে রেশন কার্ড দেওয়ার দাবি করলেও বাস্তবে দলীয় প্রভাব,স্বজনপ্রীতি,দুর্নীতির কারণে সাধারণ মানুষ রেশন বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধগতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সমাবেশ শেষে ২৮ মার্চ হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল নগরীর অলংকার সাগরিকা হয়ে সিডিএ বাজার মোড়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সভার সময় ও স্থান পরিবর্তন
পরবর্তী নিবন্ধ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিবে চবি