‘হত্যামঞ্চ’র রহস্যভেদ করতে আসছেন আবির

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ’ সিরিজের সিনেমা ‘ব্যোমকেশ গোত্র’। চার বছর পর আবারো এই গোয়েন্দা সিরিজ নিয়ে ফিরছেন নির্মাতা। এবারের গল্প ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।

১১ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ফের একবার আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। তবে এবার চমক হিসেবে থাকছেন পাওলি দাম। পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।

সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ। খবর বাংলানিউজের। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র গল্পে দেখা যাবে, নাটক মঞ্চস্থ হওয়ার মাঝেই খুন! সেই মঞ্চেই হত্যা রহস্য সমাধান করবেন ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই সিনেমার গল্প।

পূর্ববর্তী নিবন্ধতসলিমার প্রশ্ন, সুস্মিতার জবাব
পরবর্তী নিবন্ধদর্শক মাতাচ্ছে ‘শাদি মোবারক’