সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ফেডারেশনের সভা

মামলা প্রত্যাহার ও টার্মিনালে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

| বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলমসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে হামলা ও ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে বিআরটিসি মার্কেটে অবস্থিত আন্তঃজিলা বাস মালিক সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমদ। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুুরী মাইজভান্ডারী প্রমুখ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রামে পরিবহন সেক্টরে বর্তমানে নাজুক অবস্থা বিরাজ করছে।

বহিরাগত অনুপ্রবেশকারীরা এ সেক্টরে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির নানামুখী ষড়যন্ত্র করছে। তিনি চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলমসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং সম্প্রতি কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে হামলা এবং ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধবেগম গুলচেমনারা একাডেমী স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা