বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে কর্মশালা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো. আবু রায়হান দোলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) খোন্দকার মাহামুদুল হাসান। ১০টি প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া।

সভায় মুক্তিযোদ্ধা আহমদ ছফা, প্রকৌশলী লিপটন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ নিয়ে গ্রুপভিত্তিক আলোচনা হয়।

তা নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মাহামুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, পল্লীবিদ্যুতের ডিজিএম রীশু কুমার রায়, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রুজিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধআটকে আছে ২১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায় : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধসড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ফেডারেশনের সভা