সড়ক দুর্ঘটনায় মৃত্যু রোধ করা হোক

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

মানুষের স্বাভাবিক মৃত্যুর মতো সড়ক দুর্ঘটনায় মৃত্যু এখন বাংলাদেশের নিয়মিত ঘটনা। আর নিহতের মধ্যে আছে মায়ের কোলের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ, মাঠের কৃষক থেকে রিকশাচালক, মুদি দোকানের কর্মচারী থেকে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই।

 

এ যেন এক অদৃশ্য অভিশাপ। সড়কে বের হলেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু কাউকে না কাউকে গ্রাস করছে। কোনও কিছুতেই যাত্রীরা এ অভিশাপ হতে পরিত্রাণ পাচ্ছেন না। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে ঘটে যাওয়া ৬,৪২৯টি সড়ক দুর্ঘটনায় ৭,৭১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে

প্রায় ১২,৬১৫ জন। রিপোর্ট অনুযায়ী প্রতিদিন গড়ে ২১ জন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। যারা মারা গেছে তাদের মধ্যে ১,০৬১ জন মহিলা এবং ১১৪৩ শিশু। প্রতিদিন মহিলা এবং শিশু মৃত্যুর অনুপাত প্রায় ৩:৩। এছাড়াও ২,৯৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০৯০ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৪০ শতাংশ। তাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আতিকুর রহমান

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধহাসান হাফিজুর রহমান : প্রগতি চেতনায় উজ্জ্বল ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধদেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ বিশেষ