স্মরণীয় হয়ে থাকবে নিত্যপ্রিয় দাশ

ছাবের আহমদ চৌধুরী | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

নিত্যপ্রিয় দাশ একজন সহজ, সরল মানুষ ছিলেন যেকেউ কোন কাজে সহযোগিতা চাইলে সাথে সাথে ছুটে যেতেন। তার লোভলালসা কিছুই ছিল না। চেয়ারম্যান নিত্যপ্রিয় দাশ এর জন্ম ১৯৩৪ সালের আনোয়ারা থানার বোয়ালগাঁও গ্রামে। তিনি ২০০০ সালের ২৬শে মার্চ কলকাতায় দেহত্যাগ করেন। তার বাবার নাম ছিল গৌড়চন্দ্র দাশ ও মাতার নাম ছিল সাবিত্রী রাণী দাশ। সাদাসিধে নিরহংকার প্রকৃতির লোকটি মানুষের মঙ্গলার্থে কিছু করার জন্য ছিল নিবেদিত প্রাণ। জনকল্যাণমূলক যেকোন সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি ছিলেন নাছোড়বান্ধা। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও উপজেলা পরিষদের সভায় অন্যান্য ইউনিয়নের সমস্যা সমাধানেও তিনি ছিলেন সোচ্চার। ক্ষুদ্র এ মানব জীবনে আপনজনকে হারানোর বেদনায় সকলে ব্যথাতুর হয়ে ওঠে। কলকাতা থেকে যেদিন তাঁর মরদেহ আনোয়ারায় আনা হল, সেদিন সেখানে মনে হল যেন শোকার্ত মানুষের বন্যা নেমেছে। হাজার হাজার মানুষ তাদের প্রাণের চেয়েও আপনজনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়, তাদের অশ্রুসিক্ত ভালোবাসায় তাঁকে অভিষিক্ত করে। ১৯৬৯ সালে সারাদেশ আয়ুববিরোধী আন্দোলনে উত্তাল। সেই সময়ে ছাত্র লীগের নেতাদের পাঠিয়ে বিভিন্ন স্কুলে সভা সমাবেশ করার জন্য সহযোগিতা করেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনের সময় সিংহরা স্কুলের মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছিল, উপমহাদেশখ্যাত নারীনেত্রী কুন্দপ্রভা সেনগুপ্তা সেই জনসভার প্রধান অতিথি ছিলেন। তৎকালীন আওয়ামীলীগ প্রার্থী আতাউর রহমান খান কায়সার ও আখতারুজ্জামান চৌধুরী বাবু ঐ জনসভায় বক্তৃতা করেছিলেন। সেই অনুষ্ঠান পরিচালনা করে ছিলেন চেয়ারম্যান নিত্যপ্রিয় দাশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন মুক্তিযোদ্ধা নুরুল হক। ১৯৯৭সালের ৭ই মার্চ আনোয়ারা থানা সদরে বঙ্গবন্ধুর ভাষণ দিবস উদ্‌যাপন অনুষ্ঠান চলছিল। ঐ ভাষণ দিবস অনুষ্ঠানে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। সেই দিন সাহসী ভূমিকা নিয়ে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এগিয়ে এসেছিলেন চেয়ারম্যান নিত্যপ্রিয় দাশ, উনি ঐদিন সাহস নিয়ে এগিয়ে না এলে, অনেক ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের কর্মী হতাহত হত। তার সেই সাহসী ভূমিকার কথা আমরা কোনওদিন ভুলতে পারব না। জাতীয় জীবনে ১৫ই আগষ্টের কলংকজনক অধ্যায়ের পর তিনি নানাভাবে নির্যাতিত ও লাঞ্ছিত হয়েছেন সাহস ও ধৈর্যের সাথে সেই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছেন।

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৬৪ সালে ৩০ বছর বয়সে নিত্যপ্রিয় দাশ প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়। ১৯৯৭ সালে বৃদ্ধ বয়সে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য, আনোয়ারা থানা আওয়ামীলীগের সহ সভাপতি, আনোয়ারা থানা কেন্ত্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আনোয়ারা শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম এর আজীবন সদস্য ছিলেন। নিত্যপ্রিয় দাশ আনোয়ারার সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পদাধিকারবলে সদর জামে মসজিদ পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী হলেও সদর মসজিদের উন্নয়ন মূলক কাজে ভূমিকা রাখার জন্য প্রতিটি সভায় আগ্রহভরে উপস্থিত থাকতেন। ২৬শে মার্চ তার ২৪তম মৃত্যুবার্ষিকী। আনোয়ারার লোক আজো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

পূর্ববর্তী নিবন্ধঘুণে ধরা সমাজ
পরবর্তী নিবন্ধমাহে রমজান