ঘুণে ধরা সমাজ

সঞ্চিতা তালুকদার | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

এই ঘুণে ধরা সমাজ থেকে কখন যে রেহাই পেতে পারি তা অনিশ্চিত গতিবিধি আমলে নেই, আমরা আমাদেরকে কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত, আগামী প্রজন্মের কাছে এমন কী রেখে যাওয়া যায় তা ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করে নতুন সমাজের আলোকিত নগরী গড়ে তুলতে পারে! এমনিতেই সমাজ কর্ম সাধনের অনেক দূর পিছিয়ে আছে, একতাবদ্ধ হওয়া কি সম্ভব নয়? নমনীয়তা সহনশীলতা সমপ্রীতি বজায় রাখা কি অসম্ভব কিছু? আমরা চাইলেই তো সুন্দর একটা জাতীয় সমাজ গড়ে তুলতে পারি, অশান্ত অসুস্থ সমাজ থেকে বেরিয়ে আসা কি খুব একটা অসাধ্য! আমরা যদি ডিজিটাল বাংলাদেশ গড়তে পারি তাহলে কেন না ডিজিটাল নিরাপত্তা সমাজ ব্যবস্তা গড়তে পারছি না, আমরা কি ইচ্ছে করে সমাজটাকে ছিন্নবিচ্ছিন্ন করে রাখছি কাউকে দমিয়ে রাখার জন্য? যদিও হয়ে থাকে কিছু সংখ্যক সমাজপন্থীদের বাধার সৃষ্টি! ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হবো না তো? বর্তমানে যে পরিস্থিতিতে সময় পার করছি তা একেবারেই অসুস্থ মানসিকতার দিয়ে যাচ্ছে। সামাজিক অবস্থা দুরবস্থায় পরিণত করে অন্ধ কলুষিত জীবনযাপন করছি, আমরা আমাদের গায়ে কাদা লেপ্টে অন্ধকারে তলিয়ে যাচ্ছি, এই কলুষিত জীবন থেকে বের হয়ে আসতে কি পারি না! আসুন আমরা শপথ গ্রহণ করি, কোন দ্বিধাবোধ না রেখে একতাবদ্ধ হই, সুন্দর মনের অধিকারী হই, ঘুণে ধরা সমাজটা কলুষমুক্ত চাই।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র রমজান মাসে পানির দুর্ভোগ লাঘব করা হোক
পরবর্তী নিবন্ধস্মরণীয় হয়ে থাকবে নিত্যপ্রিয় দাশ