মাহে রমজান

ইলিয়াছ হোসেন | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

বছর ঘুরে মাহে রমজান

আবার এলো দ্বারে,

ত্রিশ রোজা সহায়ক হবে

পুলসিরাত পারে।

একিন দিলে রোজা রাখলে

পুণ্য লাভের তরে,

রোজায় প্রভু দিবেন নেকি

বান্দার দু’হাত ভরে।

বুঝে না বুঝে জীবনে

যত আছে পাপ,

রোজার ফজিলতে প্রভু

করে দিবেন মাফ।

দীন টোকাইকে জাকাত ফেতরা

রোজায় করলে দান,

প্রভু দানের বিনিময়ে

দিবেন প্রতিদান।

এই রমজানে শপথ করি

প্রভুর পথে রবো,

আর করবো না পাপের কর্ম

খাঁটি বান্দা হবো।

পূর্ববর্তী নিবন্ধস্মরণীয় হয়ে থাকবে নিত্যপ্রিয় দাশ
পরবর্তী নিবন্ধপ্রবাহ