স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই : সুজন

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

লকডাউন থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতেই হবে বলে নগরবাসীকে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার বিকালে নগরীর পাহাড়তলী কাঁচাবাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে সবসময়ই সতর্ক করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মহল। পাশাপাশি টিকা দানের মাধ্যমেও করোনা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিশেষজ্ঞগণ বারবার সতর্ক করছেন টিকা দেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ ডাবল ডোজ দেওয়ার পরও অনেকে নতুন করে আক্রান্ত হচ্ছেন। তাই স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। আমরা যদি আন্তরিকতার সাথে সরকারি নির্দেশনা মেনে চলতে পারি তাহলে দেশে করোনা সংক্রমণ বর্তমানে যে হারে আছে তার চাইতে আরো কমতে বাধ্য। বেপরোয়া চলাফেরা, সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি, মাস্ক না পরার প্রবণতা আবারো করোনা সংক্রমণ বাড়িয়ে দিতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, মো. হোসেন, সাব্বির আহমেদ, আরিফ খান, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফরহাদ আহমেদ, মো. শাহজাহান, মো. মনসুরুল হক, মো. বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে চলছে অটামের ভর্তি
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব গ্রেটার চিটাগাংয়ের অক্সিজেন ব্যাংক উদ্বোধন