স্বাধীন দেশের জন্য

নাজমে নওরোজ | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৪:৪০ পূর্বাহ্ণ

আমি নারী- পরিচয় আমার
আর কি কিছু দেবার বাকী?
স্বাধীনতার দাবিতে নর নারীর
কঠিন ত্যাগের সমান সমান লড়াই,
মনে পড়ে কি সবার?
স্বাধীন দেশের জন্য
যেখানে তুমি নর শক্ত হাতে
ধরেছ তরবারি,
নারী আমি সেইখানে
হয়েছি তোমার প্রাণ শক্তি।
ত্যাগের লড়াইয়ে তুমি নর পারোনি
একা চলতে, আমি নারী সর্ব ত্যাগী
শক্তি যুগিয়েছি তোমায় যুদ্ধ লড়তে।
সন্তানের মুখে অন্ন নেই
পরনে বস্ত্র নেই,
মাথা গোঁজার স্থান নেই
নেই নেই নেই, শুধু আমি নারী
হায়ানার কবলে সম্ভম হারিয়ে
প্রাণহীন শরীরটা নিয়ে
ঢাল হয়ে দিয়েছি প্রাণ
দেশের প্রতিটি ঘরে ঘরে।
বলো নর? একি মিথ্যে?
একি অসত্য?
আজ স্বাধীন দেশের বীর তুমি
বীরঙ্গনা কি আমি নই?
তবে কেনো তুমি নর আজ স্বাধীন
আমি নারী পরাধীন?
সর্বশেষে- নারী আমি
দেশের বিজয়ে বিজয়িতা হয়েছি,
এই আমার শেষ পরিচয়।

পূর্ববর্তী নিবন্ধওয়াসার পানি
পরবর্তী নিবন্ধহাসান হাফিজুর রহমান : প্রগতি চেতনায় সমুজ্জ্বল