স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ে কূটনীতিকদের অভ্যর্থনা

| শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজন করেছে বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুবাই আটলান্টিক দ্য পাম বলরুমে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবদুল আজিজ আল নেয়াদি এবং মোহাম্মদ আল মেইরি।

দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলের কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহানের সঞ্চালনায় অভ্যর্থনা অনুষ্ঠানে দেশের স্বাধীনতার মহান অর্জন নিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এতে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফরসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুবাই আটলান্টিক দ্য পাম বলরুমে অতিথিদের স্বাগত জানান কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তার সহধর্মিণী আবিদা হোসেন।

পূর্ববর্তী নিবন্ধকর্মজীবী মা কতখানি মা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মদিনে এমইএস কলেজ ছাত্রলীগের অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু চিরঞ্জীব’