স্বাধীনতা এক মহাকাব্য

সিমলা চৌধুরী | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

চার অক্ষরের একটি

শব্দ স্বাধীনতা

যাকে পাওয়ার প্রবল প্রতিজ্ঞায়,

গর্জে উঠেছিল বাঙালি সেদিন,

হয়েছিল একতা বদ্ধ,

ঘুচাতে পরাধীনতা।

বাঙালির অমূল্য সম্পদ

এই স্বাধীনতা

যা বাংলার কৃষক,

শ্রমিক যুবার মাঝে

জাগ্রত করে দেশের

প্রতি অদম্য প্রেম,

পরাস্ত করেছিল

শত্রুদের হীনমন্যতা।

একটি লাল সবুজ পতাকার

নাম স্বাধীনতা

যার জন্য একটি তর্জনীর

দৃপ্ত ইশারায়

বাঙালির বুকে

জুগিয়েছিল সাহস, শক্তি

এনেছিল দেশের জন্য

বিজয়ের বারতা।

লক্ষ শহীদদের বিনিময়ে

প্রাপ্ত স্বাধীনতা

যদি যায় অনাদরে

অবহেলায় বৃথা

তবে কেঁপে উঠে

বাংলার মাটির বুকে

ভেবে রক্ত স্রোতের

বিস্মৃতির কথা।

মহাকালের একটি মহাকাব্যের নাম স্বাধীনতা

যার প্রতি পাতায় পাতায়

লেখা আছে

কত রক্ত, সম্মান,

অত্যাচার, আর্তনাদ ও

বাঙালির অবর্ণনীয় আত্মত্যাগের কথা।

পূর্ববর্তী নিবন্ধবড়কাপন গ্রাম
পরবর্তী নিবন্ধএকজন কবির সামনে লাখো জনতা