স্বাধীনতার ৫০ বছর পর নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

বীর উত্তম আলী আশরাফকে স্মরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

আলী আশরাফ বীর উত্তম। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় একাই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লড়াই করে শহীদ হন। পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করার জন্য তার হাতে যা অস্ত্র ছিল তা দিয়েই পাকবাহিনীকে প্রতিরোধ করেন তিনি। এতদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তার স্মৃতিচিহ্ন পড়েছিল অবহেলিতভাবে। স্বাধীনতার ৫০বছর পর বীর উত্তম শহীদ আলী আশরাফের স্মরণে বার আউলিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।
সোনাইছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা জহুরুল আলম, এজাহার মিয়া, নুর মোহাম্মদ, বেলাল উদ্দিন, শিহাব উদ্দিন, রিয়াদ জিলান, মাহবুবুর আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসিটি মেয়রের সাথে চসিক ঠিকাদার সমিতির সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধস্ত্রীর সঙ্গে অভিমান করে জামাই বাজারে স্বামীর আত্মহত্যা