স্ত্রীর সঙ্গে অভিমান করে জামাই বাজারে স্বামীর আত্মহত্যা

আজাদী অনলাইন | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ২:০৬ অপরাহ্ণ

নগরীর বাকলিয়া থানার জামাই বাজারে স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. সালাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শনিবার (২০ মার্চ) নগরীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মো. সালাউদ্দিন কুমিল্লা জেলার মুরাদনগর থানার মীর্জাপুল এলাকার মো.সামসুল হকের ছেলে। বাংলানিউজ
সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, কয়েকদিন আগে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী তার বোনের বাসায় চলে যান। স্বামী মাদকাসক্ত হওয়ার কারণে বার বার বাসায় ঝগড়া হতো। ছেলে ও মেয়ের অজান্তে শুক্রবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে বাসায় বিষ পান করেন সালাউদ্দিন। এ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই মোস্তাফিজুর রহমান আরও বলেন, “শনিবার মেডিক্যালে চিকিৎসা হচ্ছে না, বার বার ডাকাডাকি করলেও চিকিৎসক ও নার্স কেউ সাড়া দিচ্ছেন না এ অভিযোগ করে হাসপাতাল থেকে কাউকে না জানিয়ে তাকে বাসায় নিয়ে যায় স্বজনরা। বাসায় পানি পান করার পর বমি হলে পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার দিকে জামাই বাজার কাঁচাবাজার মসকু টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার ৫০ বছর পর নির্মিত হলো স্মৃতিস্তম্ভ
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনে চুয়েট শিক্ষার্থী গ্রেফতার